সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ফেব্রুয়ারি: গুলি ভর্তি পাইপগান সহ
এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর
২৪ পরগনার হাবড়া থানার গুমা দক্ষিণ সারাই
ঈদগাও মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম ইমামুল মল্লিক ওরফে লাল্টু।উদ্ধার হয় গুলি ভর্তি পাইপগান।
পুলিশ সূত্রের খবর, এদিন রাতে হাবড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে গুমা দক্ষিণ সারাই
ঈদগাও মোড় চত্বরে ইমামুল একটি পাইপগান হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। এরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দূর থেকে তার গতিবিধির উপরে লক্ষ্য রাখে।সুযোগ বুঝে তার কাছে গেলে পালানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী।চারিদিক থেকে ঘিরে ধরে তাকে আটক করে।উদ্ধার হয় একটি গুলি ভর্তি পাইপগান। পুলিশ জানিয়েছে, ইমামুল দীর্ঘ দিন ধরে অস্ত্র পাচারের সঙ্গে
যুক্ত।বিভিন্ন সময়ে অস্ত্র নিয়ে এসে অন্যদের কাছে বিক্রি করত। ধৃতের বিরুদ্ধে একাধিক
থানায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার
অভিযোগ রয়েছে।আরও কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে
দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিকে শুক্রবার বারাসত আদালতে তোলা হয়।