শেষপর্যন্ত স্বস্তি! সুপ্রিমকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অর্নব গোস্বামী

আমাদের ভারত, ১১ নভেম্বর: শেষ পর্যন্ত আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন রিপাবলিক টিভি সাংবাদিক অর্ণব গোস্বামী। বুধবার দেশের শীর্ষ আদালতে মামলাটি ওঠে। বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয় অর্ণব ও এই মামলায় অন্য দুই অভিযুক্তকে অবিলম্বে ৫০ হাজার টাকা বন্ডে জামিন দিতে হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আদালতের সাওয়াল-জাওয়াবের সময় বেঞ্চের তরফে বলা হয়েছে, এভাবে কোনো মানুষের যদি ব্যাক্তি-স্বাধীনতা হরণ করা হয় তাহলে তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। ২০১৮ সালের ওই আত্মহত্যার মামলা নিয়েও মহারাষ্ট্র সরকারকে একাধিক প্রশ্ন করা হয় বেঞ্চের তরফে। আদালত বলেছে, “একের পর এক কেসে হাইকোর্ট অভিযুক্তকে জামিন দিচ্ছে না। এভাবেই ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে দিনের পর দিন। ”

প্রসঙ্গত উল্লেখ্য এক ইন্টেরিয়ার ডিজাইনারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অর্ণব গোস্বামী সহ আরও দুজনকে জামিন দিতে অস্বীকার করে বোম্বে হাইকোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ৯ তারিখ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্ণব গোস্বামী। আজ সুপ্রিম কোর্টে তার জামিন মঞ্জুর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *