আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: বাংলাদেশের সঙ্গে উত্তপ্ত সম্পর্কের মাঝে সীমান্তে শক্তি প্রদর্শনের আয়োজন করল ভারতীয় সেনা। আগামী ২১ ও ২২ ডিসেম্বর বালুরঘাট স্টেডিয়ামে সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনদিক সীমান্তে ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে ইতিমধ্যেই সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্র এসে পৌঁছেছে। দেশের বিপুল অস্ত্র সম্ভারের শক্তি চাক্ষুষ করার জন্য জেলাসাসীকে প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
জাতির সেবায় নিবেদিত প্রাণ ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা দেশের অনুপ্রেরণা। নাগরিক সমাজের সঙ্গে সেনা বাহিনীর যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বালুরঘাটে। জানানো হয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য সশস্ত্র বাহিনী ও নাগরিক সমাজের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করা।
আগামী ২১ ডিসেম্বর সকাল ন’টায় বালুরঘাট স্টেডিয়ামে প্রদর্শনীর উদ্বোধন হবে। সেখানে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র সরঞ্জাম রাখা থাকবে। উপস্থিত থাকবেন সামরিক ও অসামরিক ক্ষেত্রের বিশিষ্টজনেরা। এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকায় নাগরিকদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও তার অস্ত্র ভান্ডার সম্পর্কে বিস্তারিত জানা ও সেনা সদস্যদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ থাকবে।
সুকান্ত মজুমদার এই প্রদর্শনীকে শক্তিশালী সেনা ও শক্তিশালী ভারত কিভাবে গড়ে উঠেছে তা জানার উপায় বলে দাবি করেছেন। সহজ ভাষায় এটিকে সেনা মেলা বলা যায়। এখানে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ভারতীয় সেনার ব্যবহারকারী বিভিন্ন অস্ত্র অপারেশন সিঁদুরে ব্যবহার করা হয়েছিল সেই ধরনের অস্ত্র প্রদর্শিত হবে।
এই সেনা মেলার প্রদর্শনীর আয়োজনের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী কত শক্তিশালী হয়েছে তা জেলাবাসীকে দেখানো হবে। জেলার যুবক-যুবতীদের উৎসাহিত করা যাতে তারা সেনাবাহিনীতে অংশগ্রহণ করেন। আমি জেলাবাসী সহ সকলকে এই সেনা মেলা প্রদর্শনীতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাই।
বর্তমানে বাংলাদেশ উত্তপ্ত। সামনে ওপার বাংলায় নির্বাচন। এর মাঝে সেখানে নানা নেতার মুখে উঠে এসেছে ভারত বিরোধী কথা। দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিকে বাংলাদেশ সীমান্ত। এই পরিস্থিতিতে এই ধরনের আয়োজন অবশ্যই তাৎপর্যপূর্ণ বিষয়।

