আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ মার্চ: ভাটপাড়ার রাজনীতি ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো। সাংসদ অর্জুন সিং’য়ের আত্মীয় সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে নমিত সিং’কে মারধর করার ঘটনা আর নমিত সিং’য়ের পরিত্যক্ত বাড়ি থেকে ৪৫ টি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়া পৌরসভা এলাকায়। শনিবার সাংসদের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব ভাটপাড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডে ১৮ নম্বর গলিতে মেঘনা মোড় এলাকায় তারই আত্মীয়ের পরিত্যক্ত বাড়ি থেকে বোমা ও ২ টি অগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আর তার থেকেই ফের চাপানউতোর শুরু হয়েছে ভাটপাড়ায়।
অভিযোগ, নমিত সিং ও তার মাকে এক দল দুষ্কৃতী মারধর করে আর তাতে নমিত সিং’য়ের মাথা রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার অভিযোগ করতে থানায় যায়। পুলিশ অভিযুক্তদের ধরতে গেলে স্থানীয় বিজেপি নেতৃত্ব উল্টে নমিত সিং’য়ের বাড়িতে বোমা লোকানো আছে বলে অভিযোগ করে। সেই অভিযোগ পেয়ে জগদ্দল থানার পুলিশ তৃণমূল নেতা নমিত সিং’য়ের পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ টি তাজা বোমা ও ২ টি অগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাংসদ অর্জুন সিং। তিনি এদিন অভিযোগ করেন, তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে আর খোদ নবান্ন থেকেই এই চক্রান্ত করা হচ্ছে। তাই তার বাড়ির সামনে বার বার দুষ্কৃতীরা অবাধ বিচরণ করছে তারপরও রাজ্য পুলিশ নিশ্চুপ। পুলিশের কোনো হেলদোল নেই। তিনি এদিন আরো বলেন, “নমিত সিং নিজে ওই বোমা এনে লুকিয়ে রেখেছিল। আর সিসি টিভি ফুটেজ দেখলে বেড়িয়ে যাবে যে নমিত বোম নিয়ে লোককে মারতে যায়, ভয় দেখায়। তাই সাধারণ মানুষ ওকে মেরেছে।”
অপর দিকে এই গোটা বিষয় সম্পর্কে বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা অভিযোগ,”অর্জুন সিং’য়ের বাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া বোমাগুলি অর্জুন সিং নিজেই আনিয়েছেন। সব সাজানো ঘটনা। আসলে আমাদের কাউন্সিলর সুনিতা সিং’য়ের ছেলে নমিত সিং’কে ফাঁসানোর চক্রান্ত। ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে অর্জুন সিং। পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে।”
এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে বোম স্কোয়াড আনা হয়। তারা এসে ওই ৪৫ টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বোমা উদ্ধারের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।