আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ আগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। রাজ্যের পথে নেমে বিচার চাইছেন সাধারণ মানুষ। সবার একটাই সুর রাজনীতি সরিয়ে ন্যায্য বিচার হোক। তবে রাজ্য বিজেপির তরফ থেকে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে জোরদার আন্দোলন শুরু করা হয়েছে।
বিজেপি নেতৃত্ব সরাসরি জানিয়েছেন, নারী নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আজ ব্যারাকপুর সংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বের তরফ থেকে নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও অন্যান্য নেতৃত্ব।
বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে নোয়াপাড়া থানায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আঁটোসাঁটো। প্রাক্তন বিজেপি সংসদ অর্জুন সিং থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। এরপর তিনি জানান, মুখ্যমন্ত্রী কোন ভাইপোকে বাঁচাতে চাইছেন জানিনা। উনি কাকে লুকানোর চেষ্টা করছেন?
প্রসঙ্গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেই মর্মে ইতিমধ্যেই হাইকোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করছে রাজ্য প্রশাসন। সেই প্রসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, কোর্টে যেতে দিন। মানুষ রাস্তায় নেমে পড়েছে।