আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ অক্টোবর: হিঙ্গলগঞ্জ যাবার পথে বাসন্তী হাইওয়েতে মিনাখা থানার বালির হাটে অর্জুন সিংয়ের কনভয় দুর্ঘটনাগ্রস্ত। গুরুতর জখম হয়েছেন তিন কমান্ডো। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির পেছনের চাকা ফেটে রাস্তার পাশে পুকুর উল্টে যায়। সেই গাড়িতে অর্জুন সিংয়ের নিরাপত্তা রক্ষীরা ছিলেন। তাদের মাথায় হাতে পায়ে চোট আছে। তাদেরকে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাংসদ সৌমিত্র খাঁ, ডাক্তার সুভাষ সরকার। স্থানীয় মানুষ ও পথচলতি মানুষরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হিঙ্গলগঞ্জে নিহত বিজেপি কর্মী রবীন্দ্রনাথ মন্ডলের বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অবশ্য পরে অর্জুন সিং হিঙ্গলগঞ্জে পৌঁছান। তিনি নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।