High Court, Arjun Singh, রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে পারবেন অর্জুন সিং, বুধবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানাল কলকাতা হাইকোর্ট

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ এপ্রিল: জগদ্দল গুলি কাণ্ডে ফের স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আগামী বুধবার মামলার শুনানির আগে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দায়ের করা মামলায় শুক্রবার এমনই মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাক্তন সাংসদ পক্ষের আইনজীবী জানান, বুধবার দুপুরে এই মামলার শুনানি রয়েছে। এদিন বিচারপতি মৌখিকভাবে সরকার পক্ষের আইনজীবীকে বলেছেন, বুধবার শুনানির আগে পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনওভাবেই পদক্ষেপ করা যাবে না। তাছাড়া রামনবমীর শোভাযাত্রায় উনি অংশগ্রহণও করতে পারবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত। নিম্ন আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, বুধবার মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলি-বোমাবাজির ঘটনায় স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং ও সনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে গত ২৮ মার্চ পুলিশ সুয়োমোটো মামলা রুজু করেছে। তবুও ওই দু’জনকে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। উল্টে গুলি চালানোর কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও, প্রাক্তন সাংসদ অর্জুন সিং’কে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *