Arjun Singh, rat, MLA, অর্জুন সিং ইঁদুর হয়ে দলে ফিরেছেন, ওনাকে দলে টিকিট না দেওয়া হয় আবেদন বিধায়কদের

আমাদের ভারত, ৫ মার্চ: বিধায়ক তাপস রায়ের পদত্যাগের পর এবার সাংসদ অর্জুন সিং’কে ব্যারাকপুরের প্রার্থী করা নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল। ২০১৯ সালে বিজেপির টিকিটে জয় পেয়েছিলেন অর্জুন সিং। তারপর ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছিল ভাটপাড়া, জগদ্দল জুড়ে। সেই ঘটনাকে সামনে এনে অর্জুন সিং’কে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট না দেওয়ার জন্য দলের উচ্চ নেতৃত্বকে লিখিত আবেদনের কথা জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন দুই বিধায়ক।

তারা বলেন, ২০১৯- এ যে তৃণমূলের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিংহ হয়ে বিজেপিতে গিয়ে সারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে দাপিয়ে বেড়িয়েছিল, সে ২০২৩ এ আবার ইঁদুর হয়ে এই দলে এসেছে। তাই তাকে দলের প্রার্থী না করার আবেদন জানাচ্ছি। এমনকি সকল ব্যারাকপুরবাসীরও এই একই দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *