Arjun Singh, BJP, TMC, সোমনাথ শ্যাম’কে খুন করতে চাইছেন অর্জুন সিং, বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ নভেম্বর: অর্জুন সিং তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন, এমন বিস্ফোরক দাবি করলেন সাংসদ পার্থ ভৌমিক।

তৃণমূল নেতা অশোক সাউ- এর খুনের ঘটনার পর থেকেই আবার উত্তপ্ত হচ্ছে ব্যারাকপুরের রাজনীতি। আবারো অর্জুন সিং আর সোমনাথ শ্যামের মধ্যেকার দ্বৈরত প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সংবাদ মাধ্যমের সামনে সোমনাথ শ্যাম’কে খুনের চক্রান্তের অভিযোগ করলেন।

প্রসঙ্গত, উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর আজ তার পারলৌকিক ক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন সাংসদ পার্থ ভৌমিক। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার সকালে ইছাপুর আনন্দমঠ এলাকার ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, উত্তর ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উপ পৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ। মৃতদেহের সঙ্গে উদ্ধার হয়ে একটি সুইসাইড নোট, যেখানে এক মহিলা এবং এক ব্যক্তির বিরুদ্ধে তাকে চাপ দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই বিষয় নিয়ে ইছাপুরে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতো করেই বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর সেখানেই অর্জুন সিং এর বিরুদ্ধে সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করার মত বিস্ফোরক দাবি করেন তিনি। তাঁর জোড়াল দাবি, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সোমনাথ শ্যামকে খুন করাতে চাইছেন। আর তার জন্য বিহারের কোনো দুষ্কৃতী গ্যাংকে সুপারি দিয়েছেন অর্জুন সিং। তাঁর আরো দাবি, সোমনাথ শ্যাম অর্জুন সিংকে হারিয়ে দিয়েছে, তাই আক্রোশের বশে তাকে খুন করতে চাইছে অর্জুন সিং।

অপর দিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনিও তাকে খুনের চক্রান্ত চলছে বলে দাবি করলেন। এদিন সোমনাথ শ্যাম অভিযোগ করেন, “অর্জুন সিং এর মাথায় সমস্যা হয়েছে। তাই আমাকে খুন করার চক্রান্ত করছে। তবে এতে আমি একটুও ভীত নই। এসব করে আমাকে ঘরে ঢুকিয়ে দিতে পারবে না। অর্জুন সিং ভাবছে আমাকে সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা অনেটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু এভাবে আমাকে দমানো সম্ভব না। আমি অর্জুনকে আগামীতে সুপ্রিম কোর্ট নিয়ে যাবো। তবে নিরাপত্তা বাড়ানোর কোন দরকার আমার আপাতত নেই।”

অর্জুন সিং এলাকায় না থাকায় এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে পালটা অভিযোগ করে বলেছেন, অর্জুন সিং এবং তাঁকে খুনের চক্রান্ত চলছে। বুধবার জগদ্দলের ৯ নম্বর গলিতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তাঁর অভিযোগ, গত ২৮ আগস্ট তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় চাপে পড়েছেন সোমনাথ শ্যাম। উনি ওই ঘটনায় জেলে যাবেন। তাই তৃণমূল নেতৃত্ব নতুন করে গল্প সাজাচ্ছেন। তাঁর দাবি, ব্যারাকপুর শিল্পাঞ্চলজুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য চরমে। তৃণমূলের মদতে এঁদের এত বাড়বাড়ন্ত। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন দলের নেতা হয়ে উঠেছেন। তাঁর দাবি, বিহারে ক্রাইম বন্ধ হয়ে গেছে। উল্টে বাংলায় ক্রাইম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *