আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ অক্টোবর: সদ্য মিটেছে লোকসভা নির্বাচন। বর্তমানে আর জি কর- এর ঘটনার পর হতে চলেছে রাজ্যের ৬টি বিধানসভার উপ নির্বাচন।এর মধ্যে অন্যতম নৈহাটি বিধানসভা কেন্দ্র। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাকাবুকো সনদ দে’র সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসাবে নেমেছেন রূপক মিত্র। তবে নৈহাটিতে উপ নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিরোধী দলের নেতারা। এবার একধাপ এগিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিজেপি প্রার্থী রূপক মিত্রকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করতে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সংবাদ মাধ্যেমের মুখোমুখি ভাবে তিনি জানান, মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তবে তিনি ক্ষোভের সাথে বলেন, ভোট নিশ্চিত করতে যে সকল কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয় তারা মদ্যপান করে, টাকার বিনিময়ে ভোট লুট করতে সাহায্য করে। এই সবদিক বিষয় এবার আমরা নজরে রাখছি।