সাথী দাস, পুরুলিয়া, ১৩ জানুয়ারি: ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ ব্লকের জোড়াডি গ্রামে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সেখানে দলীয় কর্মসূচির সূচনা করেন জেলা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে। সেখানেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং সহ তৃণমূল নেতারা। মূলত আবাস যোজনা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। একই সঙ্গে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার কথাও উগরে দেন গ্রামবাসীরা।

অর্জুন সিং বলেন, “গ্রামের সমস্যা জানতেই তো এখানে দিদির সুরক্ষা কবচ নিয়ে এসেছি। দুটো সমস্যার সমাধান এখান থেকেই করা হল। আর আমাদের দলের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেটা উঠছে সেটা যাচাই করতে এসেছি। সত্যি নাকি বিরোধীরা রাজনৈতিক স্বার্থে বদনাম রটাতে এটা করছে সেটা দেখছি।”
এদিকে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে পড়ে পরিস্থিতির সামাল দেন পাশে থাকা তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি গ্রামবাসীর সামনে থেকেই স্থানীয় বিডিওকে সমস্যার কথা জানান। একই সঙ্গে সমস্যার সমাধান না হওয়ার কারণ জানতে চান তিনি। তবে, তৃণমূল জেলা সভাপতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন গ্রামবাসীদের।

