আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ এপ্রিল: ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই সঙ্গে পার্থ ভৌমিকের মন্ত্রী পদ খারিজ করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তিনি।
লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছে শাসক, বিরোধী সব পক্ষই। এরমধ্যেই হাই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভায় চলছে রাজনৈতিক তরজা। সোমবার ইছাপুরের একটি প্রেক্ষাগৃহে শিক্ষক সমাবেশের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। যেখানে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক- শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে শিক্ষক সমাবেশের সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। এছাড়াও এই সভায় ছিলেন বিভিন্ন বিধায়ক ও তৃণমূলের পদাধিকারীরা। আর নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্য সরকারের কর্মীদের নিয়ে এই ধরনের সভা বা সমাবেশ করা যায় না বলে দাবি বিজেপির। সেই মত ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং’য়ের দাবি নির্বাচনী বিধি লাগু হওয়ার মধ্যেই তৃণমূলের এই শিক্ষক সমাবেশ দেখে পরিষ্কার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নির্বাচনী বিধি লঙ্ঘন করছেন। তাই অর্জুন সিং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে তাঁর দাবি। এমন কি প্রার্থী হওয়ার পর পার্থ ভৌমিক এখনও রাজ্যের মন্ত্রী হিসেবে রাজ্য প্রশাসনের সমস্ত পদাধিকারীদের সাথে যোগাযোগ রাখছেন, তাদের ওপর প্রভাব ফলাচ্ছেন বলে অর্জুন সিং’য়ের অভিযোগ। তাই তিনি পার্থ ভৌমিকের মন্ত্রী পদ খারিজ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।