স্বরূপ দত্ত, আমাদের ভারত, ২৬ মার্চ: সামান্য টাকা নিয়ে দুই মালবাহকের মধ্যে বচসার জেরে ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হল একজন। শনিবার বিকেলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মোহনবাটী এলাকায়।
জানা গিয়েছে আজ সকালে দুই মালবাহক নখনাল রায় ও রমেশ রায়ের মধ্যে বচসা বাধে। শনিবার নখনাল তার ঘরে যখন ঘুমিয়ে ছিল তখন অপর মালবাহক রমেশ রায় মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। আহত অবস্থায় নখনাল রায়কে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা দুজনেই বিহারের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।