আমাদের ভারত, ১৮ ডিসেম্বর: বারাণসী আদালতে জ্ঞানব্যাপীর বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মুখ বন্ধ খামে
এএসআই- এর তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সোমবার। সপ্তাহখানেক আগে আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়েছিল এএসআই। অবশেষে সেই রিপোর্ট জমা পড়ল। জ্ঞানব্যাপী মামলার দিক নির্দেশ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সমীক্ষার রিপোর্ট।
আদালত সূত্রে জানা গেছে, মন্দির, মসজিদ বিতর্কে মামলার আবেদনকারীরা বৈজ্ঞানিক সমীক্ষা রিপোর্টের প্রতিলিপি পাবেন। আগামী ২১ ডিসেম্বর একটি প্রতিলিপি পাঠানো হবে সুপ্রিম কোর্টকেও।
হিন্দুপক্ষের আইনজীবী মদনমোহন যাদব বলেন, আজ বারাণসী আদালতে বৈজ্ঞানিক রিপোর্ট জমা দিয়েছে এএসআই। মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে উভয়পক্ষ। একুশে জুলাই বারাণসী জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা শিব লিঙ্গ বাদে বাকি অংশের বৈজ্ঞানিক সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনে রায় দানের দু’দিন পর থেকে শুরু হয় সমীক্ষার কাজ।
জ্ঞানব্যাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা চালালে মসজিদ ভেঙ্গে পড়তে পারে, এই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। তবে সেই দাবি খারিজ হয়ে যায় এলাহাবাদ হাইকোর্টে। আদালত জানিয়ে দেয়, ওখানে উপস্থিত কোনো কিছুকেই সরানো যাবে না জায়গা থেকে। মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের রায় বজায় রাখে শীর্ষ আদালত।
এদিকে মথুরার শাহি ইদগাহ মসজিদ মামলাতেও প্রাথমিকভাবে সার্ভে করার পক্ষেই সায় দিয়েছে আদালত। কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন জায়গা শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান বলে দাবি করেছে অনেক হিন্দু সংগঠন।