গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৪ডিসেম্বর: খানাকুল থানার পুলিশের বড়সড় সাফল্য। চুরি হয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া কুড়িটি মোবাইল সহ বেশ কয়েক লক্ষ টাকা ফিরিয়ে দিল প্রকৃত মালিকদের।
জানাগেছে, বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া এবং সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে পুনরায় কুড়িটি মোবাইল সহ বেশ কয়েক লক্ষ টাকা প্রকত মালিকের হাতে তুলে দিল আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি, সুমীর মুখার্জি।
বুধবার সন্ধ্যায় খানাকুল থানার কার্যালয়ে ওই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও উদ্ধার হওয়া টাকা বেশ কয়েক কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোন ও টাকা পুনরায় ফিরে পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।
এ বিষয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, কুড়িটি মোবাইল বিভিন্ন কারণে হারিয়ে গিয়েছিল। সেই মোবাইলগুলি আমরা ট্র্যাক করে এবং সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে যারা মোবাইলের প্রকৃত মালিক তাদের ফিরিয়ে দেওয়া হলো। সাইবার প্রতারণার চার লক্ষ ৩৭ হাজারের বেশি টাকা উদ্ধার করা গেছে।

