গোপাল রায়, আমাদের ভারত, ২৮ এপ্রিল: পরিবেশকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে পথে নামলেন তৃণমূল যুবনেতা। মঙ্গলবার সকালে আরামবাগে সালেপুর–১ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং আরামবাগ ব্লক তৃণমূল যুব সভাপতি পলাশ রায়ের নেতৃত্বে আরামবাগের গির্জাতলা থেকে কাপসিট মোড় পর্যন্ত রাস্তার ধারের পার্থেনিয়াম গাছ নির্মুল করা হল। সামাজিক দূরত্ব বজায় রেখে সেই বিষাক্ত পার্থেনিয়াম গাছগুলি নির্মূল করা হয়। এতে অংশগ্রহণ করে আরামবাগ টাউনে যুবনেতা রাজেশ চৌধুরী। ছড়ানো হয় জীবাণুনাশক।
পলাশ রায় বলেন, করোনার ভয়-ভীতির মধ্যেই সাধারণ মানুষদের মনে যাতে আরো অন্য কোনওরকম জীবাণু থেকে ক্ষতি বা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

