গোপাল রায়,আরামবাগ, ৮ নভেম্বর,
পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হূগলী আরামবাগের পল্লীশ্রী এলাকায় শনিবার রাতে পাঁচটি দোকানে তালা ভেঙ্গে চুরি হয়। চুরির ঘটনায় ব্যবসায়ী মহল নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।একটি চায়ের দোকান, সেলুনের দোকান, পান দোকানে চুরি হয়েছে।
তিনটি দোকান মিলিয়ে নগদ টাকা ও সামগ্রী সহ প্রায় কয়েক হাজার টাকার চুরি হয়েছে বলে খবর । স্থানীয় সূত্রে আরও খবর,সকালবেলায় দোকানের মালিকেরা দোকান খুলতে এসে দেখে দরজার একাংশ ভেঙে দোকানে থাকা টাকা ও অন্যান্য সামগ্রী চুরি হয়ে গেছে। আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমেছে।