আমাদের ভারত, ৮ মার্চ: কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনকে নিযুক্ত করা হচ্ছে।
দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টে নতুন বিচারপতি নিয়োগের জন্য পাঁচজনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁরা ছিলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, ওম নারায়ণ রাই, মাসুদ সিদ্দিকি এবং কৃষ্ণরাজ ঠাকুর। এঁদের প্রথম তিনজনকে বেছে নেওয়া হয়েছে হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে।
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সামাজিক মাধ্যমে পোস্ট করে এই নিয়োগের বিষয়টি জানিয়ে লিখেছেন, সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচজন আইনজীবীর নাম সুপারিশ করার পর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই তিনজনের নামে সবুজ সিগন্যাল দিয়েছে। এঁরাই কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
গত জানুয়ারি মাসে খবর হয়েছিল, বিচারপতির শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে দেশে তৃতীয় স্থানে পৌঁছে গেছে কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের পরে এই হাইকোর্টে আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগে ছাড়পত্র দেয়নি কেন্দ্র।
এই অবস্থায় ২৯টি শূন্যপদে বিচারপতি নিয়োগের জন্যে আইনজীবীরা গণস্বাক্ষর করে চিঠি পাঠান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। একই দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও। তারপরই এলো এই খবর।
কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ঘাটতি রয়েছে বলে উষ্মা প্রকাশ করছিল আইনজীবী সংগঠনগুলি। বেশ কিছু সময় ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলেছে। অবশেষে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত নিল।