প্রার্থী বাছাইয়ে গুরুত্ব! জেপি নাড্ডার নির্দেশে বাংলার ২৯৪ টি বিধানসভায় সংযোজক নিয়োগ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ নভেম্বর: রাজ্য নেতৃত্বের ভরসা না করে বিধানসভা নির্বাচনে আলাদা টিম নামাচ্ছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। তার প্রথম ধাপ হিসাবে ২৯৪টি বিধানসভা এলাকায় সংযোজক নিয়োগ করলো দিল্লি। এই সংযোজকরাই আগামী দিনে বিজেপির প্রার্থী বাছাইয়ে মুখ্য ভূমিকা নেবেন বলে জানা গেছে জানা গেছে।

২৯৪জন সংযোজকের নামের তালিকা তৈরি করে ইতিমধ্যেই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই তাদের বিভিন্ন বিধানসভায় নিয়োগ করার কাজ শুরু হয়েছে। রাজ্য তথা জেলা নেতৃত্বকে এই সংযোজকদের থাকা-খাওয়া ব্যবস্থা করতে হবে বলে জানা গেছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এরা জনবল, পরিষ্কার ভাবমূর্তি রয়েছে এমন প্রার্থীদের নাম সরাসরি দিল্লিতে পাঠাবেন। ভাইফোঁটা মিটলেই সংযোজকরা রাজ্যজুড়ে কাজ শুরু করে দেবেন বলে দলীয় সূত্রে খবর। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি বিধানসভার আসন নিয়ে সংযোজকরা একটি সমীক্ষা চালাবেন। কোন আসন কি পর্যায়ে আছে তা দিল্লিকে জানাবে সদ্য নিযুক্ত সংযোজকরা।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যজুড়ে সংযোজক নিয়োগ করার কথা রাজ্য বিজেপিকে জানান। প্রার্থী বাছাইয়ের ব্যাপারে রাজ্য বিজেপির উপর পুরোপুরি ভরসা রাখতে চাইছে না দিল্লি। তার জন্যই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজস্ব টিম দিয়ে প্রার্থী বাছাইয়ের কাজ করতে চাইছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *