আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: উত্তরের শীতপ্রধান এলাকা আপেল চাষের পক্ষে অনুকূল হলেও এবার ব্যাতিক্রম ছবি দেখা যেতে পারে ধু-ধু রৌদ্রময় জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে। গড়বেতাতে চলছে পরিক্ষামূলক ভাবে আপেল চাষ।
কৃষি দপ্তরের উদ্যোগে সিমলা থেকে ১০টি চারা এনে পরীক্ষামূলকভাবে ৫ জন চাষিকে দেওয়া হয়েছিল। যার মধ্যে ২ জন চাষির লাগানো গাছে ইতিমধ্যেই ফল ধরেছে। যা নিয়ে আশাবাদী কৃষি দপ্তর। জেলা কৃষি আধিকারিকরা এখন অপেক্ষা করছেন আপেলের পরিণত অবস্থায় যাওয়া পর্যন্ত। যদি সাফল্য আসে তাহলে একশোটির বেশি আপেল গাছ লাগাবে বলে জানিয়েছেন গড়বেতা ১ নং ব্লকের মৌলাড় এলাকার বাসিন্দা দুর্গাদাস নন্দী। তাকে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছে জেলা কৃষি দপ্তর।