মেদিনীপুরের মন্ডপে জল ও গাছ সংরক্ষণের আবেদন

আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: মেদিনীপুর শহরের বিভিন্ন ক্লাব মিলে এতদিন প্রায় পঁচিশ থেকে ত্রিশটা পুজো হত কিন্তু এবছর সংখ‍্যাটা কমে হয়েছে পনেরোটির মতো। তারমধ্যে অন‍্যতম হল জেনারেশন-ওয়াই ক্লাবের সরস্বতী পুজো। ডিজে সাউন্ড বক্সের দৌরাত্ম্য এখানে নেই।

অন্যান্য মন্ডপগুলিতে  থিমের ছড়াছড়ি থাকলেও সেই অর্থে  কাটছাঁট করে এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান সদস্যরা। এই ক্লাবের সদস্যরা সারাবছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করেন। এবারের মণ্ডপে রয়েছে জল সংরক্ষণ ও গাছ বাঁচানোর আবেদন।তাছাড়াও দুঃস্থ শিশু ও মায়েদের জন্য খাদ্য ও শিক্ষার আবেদন জানানো হয়েছে। ক্লাবের এক উদ‍্যোক্তা শিক্ষক বিপ্লব মাহাত বলেন, আমাদের জেনারেশন-ওয়াই ক্লাবের সরস্বতী পুজোর এবছর ঊনিশতম বর্ষ। দুঃস্থ মানুষরাও যাতে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে সেই লক্ষ্যেই তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। পাশাপাশি আমরা যাতে জল অপচয় না করি এবং গাছকে মানুষের বন্ধু মনে করে রক্ষা করি তা এবারের পুজো মণ্ডপে এই সামাজিক বার্তা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *