জয় কিষাণ আন্দোলনের বিরুদ্ধে দায়ের মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন

আমাদের ভারত, কলকাতা, ২ মার্চ: জয় কিষাণ আন্দোলনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলাগুলি বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা। তাদের বক্তব্য, রাজ্য সরকার মিথ্যা মামলা দায়ের করেছে।

বীরভূম জেলার মহম্মদবাজার থানার এফআইআর নং ৫১/২০২২ এবং ৫২/২০২২ মাধ্যমে জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি এবং অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটির সম্পাদক অভীক সাহা এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে একটি আর্জি দাখিল করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে অভীক সাহা সহ অন্যান্য কৃষক নেতৃত্ব ও কর্মীবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত বীরভূম কয়লা খনির প্রকল্পের বিরুদ্ধে এবং প্রতিবাদে, বীরভূমের দেওয়ানগঞ্জে, বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা দ্বারা আয়োজিত একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন। সংগঠনের অভিযোগ, কোনও অজ্ঞাত কারণে রাজ্য সরকার ঐ আমন্ত্রিত কৃষক নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে।

ওই দিন এই মামলায় গ্রেফতার হওয়া ৯ জনকেই (তাদের মধ্যে ৭ জন কলকাতার এবং ২ জন স্থানীয়) বীরভূমের সিউড়ি আদালত মঙ্গলবার জামিনে মুক্তি দিয়েছে।

সংগঠনের তরফে অবিলম্বে বীরভূমে কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদে যুক্ত কর্মী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তাঁদের দাবি, বাস্তুচ্যুত করার বিরুদ্ধে ও জীবন জীবিকা রক্ষার উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা প্রত্যেক ভারতীয়র মৌলিক অধিকার। তাই রাজ্য সরকার দ্বারা মামলা দায়ের করাকে ধিক্কার জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *