App cab, Guideline, দিনের ব্যস্ত সময়ে দ্বিগুণ ভাড়া হাঁকাতে পারবে অ্যাপ ক্যাব সংস্থা, নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

আমাদের ভারত, ২ জুলাই: দিনের ব্যস্ত সময় চাইলে দ্বিগুণ ভাড়া হাঁকাতে পারবে অ্যাপ ক্যাপ সংস্থাগুলি। নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী অ্যাপ ক্যাব সংস্থাগুলির রোজগার আগের চেয়ে যেমন বাড়তে চলেছে, তেমনই বাড়তে চলেছে গাড়ির চালকদের রোজগার। সড়ক পরিবহন মন্ত্রকের দাবি, নতুন নির্দেশিকা কার্যকর হলে চালকদের মধ্যে ভাড়া প্রত্যাখ্যান করার প্রবণতা কমবে। এতে যাত্রীদের হয়রানির শিকার হতে হবে না।

এতদিন ব্যস্ত সময় মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করতে পারতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি। কিন্তু ১ জুলাই জারি করা যানবাহন সংক্রান্ত নির্দেশিকাতে বলা হয়েছে ব্যস্ত সময় সংস্থাগুলি চাইলে মূল ভাড়া সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে। সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে মূল ভাড়ার ৫০ শতাংশের কমও নেওয়া যাবে না।

কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে তা নির্ধারণ করবে রাজ্য সরকার। আগামী তিন মাসের মধ্যে সেই ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিতে হবে রাজ্য সরকারগুলিকে। তবে সময় বিশেষে ভাড়া বদল করতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। কেন্দ্র বলেছে, কোন কোন গাড়িকে অ্যাপ ক্যাব হিসেবে নামানো যাবে এটা নির্ধারণ করবে রাজ্য সরকার।

অ্যাপ ক্যাবের ক্ষেত্রে চালকদের আর্থিকভাবে বঞ্চনার অভিযোগ দীর্ঘ দিনের। সেটাই রুখে দেওয়ার চেষ্টা করল কেন্দ্র। নতুন নির্দেশিকা অনুযায়ী ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে ভাড়া অন্তত ৮০ শতাংশ পাবেন চালকরা। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চালককে দৈনিক, সাপ্তাহিক কিংবা দুই সপ্তাহ ব্যবধানে পারিশ্রমিক মিটিয়ে দিতে হবে। পারিশ্রমিক বকেয়া রাখা যাবে না। যদি গাড়ি, সংস্থার মালিকানাধীন হয় তাহলে মোট ভাড়ার ৬০ শতাংশ পাবেন চালকরা।

এদিকে রাইড বাতিলের ক্ষেত্রেও আগের চেয়ে কড়া নিয়ম চালু হচ্ছে। এখন থেকে কোনো চালক বৈধ কারণ ছাড়া রাইড বাতিল করলে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইদানিং চালকদের বিরুদ্ধে অকারণে রাইড বাতিলের অভিযোগ প্রায়শই উঠছে। মনে করা হচ্ছে এভাবেই সেটাকে আটকাতে চাইছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *