মমতা-অভিষেকের বক্তব্যের প্রতিবাদ এপিডিআর-এর

আমাদের ভারত, ২২ জুলাই: শুক্রবার শহিদ দিবসের মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের প্রতিবাদ জানালো এপিডিআর।

শনিবার এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক বিজ্ঞপ্তিতে লিখেছেন, “অভিষেক ব্যানার্জি তাঁর দলের কর্মীদের উদ্দেশে বলেছেন, সব বিজেপি কর্মীদের তালিকা তৈরি করতে এবং ৫ অগাস্ট ৮ ঘন্টার জন্য তাদের বাড়ি ঘেরাও করতে, যাতে তারা বাড়ি থেকে বেরতে না পারে।

মমতা দেবী বলেছেন, ঘেরাওটা ১০০ মিটার দূরে করতে। অর্থাৎ তালিকা তৈরিতে বা বাড়ি ঘেরাওয়ে তারও সম্মতি আছে। শুধু ঘেরাওটা ১০০ মিটার দূরে গিয়ে করতে বলেছেন তিনি। আমাদের প্রথম আপত্তি, শাসক দল তৃণমূল কংগ্রেস কর্তৃক বিজেপি কর্মীদের তালিকা তৈরিতে।

শাসক দলের এই তালিকা তৈরি আমাদের জার্মানীতে হিটলারের সময় খুঁজে খুঁজে ইহুদিদের তালিকা তৈরির কথা মনে করিয়ে দিল। এভাবে ভিন্ন চিন্তার রাজনৈতিক কর্মীদের দাগিয়ে দেওয়া ও পরিবার পরিজন সহ তাদের বাসস্থান ঘেরাও করা মারাত্মক ব্যাপার।

এই কর্মসূচি চরম অগণতান্ত্রিক, মানবতা বিরোধী ও বিপদজ্জনক। আমরা রাজ্যের শাসক দলকে এই কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।

দ্বিতীয়ত, আগামী দিনে এই কর্মসূচিকে উদাহরণ হিসাবে দেখিয়ে যে কোনও দলের কর্মীদেরই এভাবে তালিকা বানিয়ে দাগিয়ে দিয়ে অত্যাচার করা যাবে। ফলে সারা রাজ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।

আমরা মনে করি শাসক দলকে অনেক দায়িত্বশীল ও উদার হতে হয়। তাই কোনো রাজনৈতিক দলের কর্মীদের তালিকা বানিয়ে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি বাতিল করুক তৃণমূল। এটা ফ্যাসিবাদী কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রীও দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই কর্মসূচি বাতিলে উদ্যোগ নিন।

একই সঙ্গে আমরা মনে করি রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে মিটিয়ে দিক কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের টাকা নিয়ে দুর্নীতি করা ব্যক্তিদের গ্রেফতার করে সাজা দেওয়া হোক। কিন্তু কাজ করিয়ে শ্রমিকদের টাকা না দেওয়া অন্যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *