আমাদের ভারত, কলকাতা, ১৫ মার্চ: “বুকে হৃদয় এঁকে দেখালেন পার্থ, মুচকি হেসে জবাব দিলেন অর্পিতাও, ভার্চুয়াল শুনানিতে ‘অপা’র প্রেম”। মঙ্গলবারের এই ঘটনায় বুধবার প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের জেরে ক্ষোভ ও ব্যঙ্গ উগরে দিয়েছেন নেটনাগরিকরা।
প্রতিক্রিয়ায় স্বপন কুমার সাউ লিখেছেন, “নির্লজ্জতার আর ও কত রূপ যে দেখতে হবে!” শৌভিক পালই লিখেছেন, “স্যার আর একটু ওয়েট রোমান্টিক গল্প এবারে শেষ হবে।” প্রসূন ঘোষাল লিখেছেন, “বিকেলে ভোরের ফুল”। রেজাউর রহমান লিখেছেন, “এই না হলে প্রাক্তন শিক্ষামন্ত্রী!”
রামকৃষ্ণ ব্যানার্জি লিখেছেন, “এ তো দিদির প্রাণের ভাই আর ভাই-বোন।” সুমন পাল লিখেছেন, “এই সব খবর দেখে মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইনি, উল্টে ওরাই আমাদের থেকে পালিয়ে বেঁচেছে।” বিশ্বজিৎ মিশ্র লিখেছেন, “এদের আলাদা করে রেখে ভারি অন্যায় হচ্ছে বলে মনে করি! এভাবে এদের আম ও আমড়ার প্রেমকে, শুকিয়ে হত্যা করা উচিৎ নয়! এর বিরুদ্ধে তীব্র খেলা হবে! সেই সঙ্গে, অপা’র প্রেম কাহিনী, পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করার দাবি জানাই!”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে দুজনেই জেলবন্দি, তাও ‘অপা’র ‘প্রেম’! ভার্চুয়াল শুনানিতেই ইশারায় ইশারায় কথা পার্থ-অর্পিতার! ‘হার্ট সাইন’ দেখালেন পার্থ, হেসে ফেললেন অর্পিতা। বুকের বাঁ দিকে আঙুল দিয়ে কিছু লেখার ইশারা পার্থর। কিছুক্ষণ পার্থর স্ক্রিন ব্ল্যাক, ফিরতেই ইশারাতেই প্রশ্ন অর্পিতার। চা খাচ্ছিলাম, ইশারাতেই অর্পিতাকে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার চুল দেখে মুচকি হাসি পার্থর, গোঁফ দেখে ভাল লাগার ইশারা অর্পিতার। অর্পিতাকে থাম্পস আপ দেখালেন পার্থ, কিছু লেখার ইশারা অর্পিতার। মঙ্গলবার এসবের নিদর্শন থেকে গিয়েছে আদালত চত্বরে।