গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩ আগস্ট: খানাকুলের নতিবপুরে এলেন আরামবাগের তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার।রবিবার ভাঙ্গাচোরা বাঁশের সেতু পার হয়ে নতিবপুরে হাজির হন। সঙ্গে ছিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, গোঘাটের বিধায়ক মানস মজুমদার সহ একাধিক স্থানীয় নেতৃত্ব।এদিন অপরূপা পোদ্দার আসার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। র্যাফ মোতায়েন করা হয়।
এদিন অপরূপা পোদ্দার দলীয় কর্মীদের সাথে কথা বলেন। ভাঙ্গচুর হওয়া শহিদ বেদী তিনি নিজেই সিমেন্ট মেখে ইট গেঁথে নতুনভাবে তৈরি করেন। সেখানেই দলীয় পতাকা উত্তোলন করেন। এদিন প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন নতিবপুর এলাকায়। তবে এলাকাবাসীদের অভিমত, গতকাল এই নতিবপুরে এসে ঘুরে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। দেখা করলেন নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে। ফলে তারই পাল্টা তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নিজের কর্মীদের উৎসাহ দিতে নতিবপুরে এলেন। এমনকি ১৫ আগস্ট তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ বিজেপি কর্মীর। পাশাপাশি ভাঙ্গচুর হয়েছিল তৃণমূলের শহিদ বেদি। আর সেই ভেঙ্গে যাওয়া শহিদ বেদি নিজের হাতে তৈরি করে দলীয় পতাকা উত্তোলন করেন তিনি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ গোঘাট থেকে এসে আতঙ্ক ছড়াচ্ছে। পেট্রল ও তেল এনে আগুন লাগাচ্ছে। অভিযোগ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।

