পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জানুয়ারি: মেদিনীপুরে এক স্বাস্থ্য শিবিরে এসেছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট কুনাল সরকার। এদিন তিনি রোগীদের চেকআপ করার পাশাপাশি এক সাংবাদিক বৈঠকে শামিল হয়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
তিনি এদিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, এখনকার মানুষদের আরও বেশি করে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোক নয় বরং ছোট থেকে ডায়াবেটিস সুগার ও সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
এরপর তিনি রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসার আবেদন করেন। তিনি বলেন, রাজনৈতিক ভাষণ, সভা করার পাশাপাশি তারা যেন প্রত্যেকের হাতে স্বাস্থ্য সম্পর্কিত গ্লুকোমিটার এবং চেকআপ করার ব্যবস্থা করে। তাতে যেমন রাজনৈতিক দলের সংগঠন বৃদ্ধি হবে তেমনি মানুষের স্বাস্থ্য ভালো থাকবে এবং দীর্ঘজীবী হবে।
তাছাড়াও তিনি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসা করলেও তার প্রয়োগের সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের দেশের সরকারের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ১টাকা এবং ৫০ পয়সা ধরা হয় অথচ রাজনৈতিক দলগুলো কত বেআইনী খরচ করে তার কোনও হিসেব নেই।
তাঁকে যেমন বলতে শোনা যায় যে বোকারাই ডাক্তার হন আবার পাশাপাশি জানিয়ে দেন দিনের পর দিন তাঁদের উপর চলা সব অত্যাচার তাঁরা আর মুখ বুজে সইবেন না।
প্রসঙ্গত এদিন মেদিনীপুর ক্লাব ও লায়ন্স ক্লাব এর উদ্যোগে একটি স্বাস্থ্য সম্পর্কিত শিবিরে এসেছিলেন এই কার্ডিওলজিস্ট, সেখানে তিনি প্রায় কয়েকশ মানুষের স্বাস্থ্য চেকাপ করেন।

