আমাদের ভারত,২৭ অক্টোবর: এতদিন সুযোগ ছিল না কিন্তু এবার সেই সুযোগ এসে গেল। জম্মু-কাশ্মীর বা লাদাখে এবার থেকে যে কোন ভারতীয় নাগরিককে জমি কিনতে পারবেন। এমনটাই নির্দেশিকা জারি করে জানিয়েছে কেন্দ্র সরকার। ভূ-স্বর্গে জমি কেনা ও বিক্রি করার নিয়ম অনেকটা শিথিল করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে জম্মু-কাশ্মীরের যে কোন ভারতীয় জমি কিনতে পারবে। ৩৭০ ধারা বাতিলের পর এটাই কেন্দ্র সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে কৃষিজমিতে কেবলমাত্র কৃষি কাজে ব্যবহার করা যাবে এই শর্তে যে কোন ভারতীয় নাগরিক জমি কিনতে পারবে বলে বলা হয়েছে নির্দেশিকায়।
জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ২০২০ নামের নির্দেশিকা এখন থেকে বলবৎ হতে চলেছে। আগে শুধুমাত্র জম্মু-কাশ্মীরে স্থায়ী বাসিন্দা হলে তবেই সে রাজ্যের জমি কিনতে পারা যেত। কিন্তু এখন সেই স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত তুলে নিল কেন্দ্র সরকার। দ্বিতীয় বার মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ এর আগস্ট মাসের ৩৭০ ধারা প্রত্যাহার করে।একইসঙ্গে জম্মু-কাশ্মীর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।
এবার থেকে ভারতের নাগরিক হলেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জমি কিনতে পারবে। নতুন নিয়ম অনুযায়ী স্থায়ী নাগরিক হওয়ার শর্ত বাদ দেওয়া হয়েছে।