নীল বনিক: আমাদের ভারত, কলকাতা, ৪ ডিসেম্বর:
মমতার সরকারকে পাকিস্তানপন্থী বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বুধবার শিয়ালদহ স্টেশনে সংঘ সহ হিন্দুজাগরণ মঞ্চের কর্মসূচিতে যোগদান করে এইকথা বলেন তিনি। এদিন বীরবাহাদুর সিংয়ের হত্যার ষড়যন্ত্রে জড়িতদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি নেয় হিন্দুজাগরণ মঞ্চ সহ সংঘের বিভিন্ন সামাজিক সংগঠন। শিয়ালদহ থেকে রানিরাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন গুলি।
তবে শিয়ালদহে জমায়েত হওয়ার পরেই কলকাতা পুলিশ সংঘের কর্মীদের গ্রেফতার করে। যা নিয়ে তীব্র প্রতিবাদ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, মমতার আমলে গণতান্ত্রিক আন্দোলন করা যায় না। গণতান্ত্রিক অান্দোলনকে পুলিশ দিয়ে থামিয়ে দিচ্ছে রাজ্য সরকার। আর পুলিশ দলদাসের মতো আচরণ করে এদিন সংঘ কর্মীদের গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন প্রাক্তন সাংসদ। তিনি দাবি করেন, আমরা পুলিশের অনুমতি নিয়ে মিছিল করার জন্য জমায়েত হয়েছিলাম। কিন্তু পুলিশ সম্পর্ণ অনৈতিক ভাবে বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে। যা মেনে নেওয়া যায় না বলেও জানান অনুপম হাজরা।
সংঘের মিছিল আটকাতে এদিন শিয়ালদহ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েত করা হয়েছিল। লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও সকালেই হাজির হয় শিয়ালদহ স্টেশনে। তবে পুলিশের সঙ্গে লুকোচুরি করে সংঘের কর্মীরাও মিছিল করতে বদ্ধপরিকর ছিলেন। শেষপর্যন্ত পুলিশের চোখে ফাঁকি দিয়ে হিন্দুত্ববাদী সমর্থকেরা মিছিকরে।