পার্শ্বশিক্ষিকা দেবতি রাউতের মৃত্যুর জন্য পার্থ চ্যাটার্জিকে দায়ী করলেন অনুপম হাজরা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর:
পার্শ্বশিক্ষিকা দেবতি রাউতের মৃত্যুর জন্য সরাসরি পার্থ চ্যাটার্জিকে দায়ী করলেন অনুপম হাজরা। তিনি বলেন, নায্য দাবি নিয়ে শিক্ষিকা দেবতি রাউত ধর্নায় যোগ দিয়েছিলেন। ধর্নার সময় তিনি অসুস্থ বোধ করেন। কিন্তু এখানে কোনও অ্যাম্বুলেন্স না থাকায় তিনি নিজেই চিকিৎসার জন্য বাড়ি চলে গিয়েছিলেন। তারপরেই তার মৃত্যু হয় বলে দাবি করেন বিজেপি নেতা অনুপম হাজরা। আর এই মৃত্যুর জন্য সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেন প্রাক্তন বোলপুরের সাংসদ।

তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর পার্শ্বশিক্ষকরা অবস্থানে বসেছেন। হাইকোর্ট বলেছে ধর্নার সামনে রাজ্যকে চব্বিশ ঘন্টার জন্য অ্যাম্বুলেন্স রাখতে হবে। রাজ্য সরকার তা করেনি বলে বৃহস্পতিবার জানান অনুপম হাজরা। তিনি বলেন, হাইকোর্টের রায়কে অবমাননা করার জন্য রাজ্যের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করুক আদালত। পাশাপাশি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধেও খুনের মামলা হওয়া উচিত বলে মনে করেন এই বিজেপি নেতা। অনুপম হাজরা বলেন, শিক্ষামন্ত্রী এর দায় এড়াতে পারেন না। কারণ শিক্ষকরা বার বার একটা স্থায়ী সমাধান চাইছেন। কিন্তু তিনি তা করছেন না বলেও এদিন জানান অনুপম হাজরা।

এদিন সল্টলেকে পার্শ্বশিক্ষকদের ধর্নায় অনুপম হাজরা জানান, তারা যতদিন আন্দোলন করবে বিজেপি এই আন্দোলনকে সমর্থন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *