আমাদের ভারত, ২৪ অক্টোবর: প্রচেত রঞ্জন চক্রবর্তী প্রয়াত হলেন। তাঁর পরিচয় তিনি বাঙালি ধর্ম সংস্কারক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পুত্র। শুক্রবার এক্সবার্তায় এ খবর জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ পুত্র পূজ্যপাদ ডাঃ প্রচেত রঞ্জন চক্রবর্তী (কাজলদা) পরমধাম প্রাপ্ত হয়েছেন। ওনার অসংখ্য গুণমুগ্ধ ভক্তদের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করি। ওনার বিদেহী আত্মা প্রভুর শ্রীচরণে চিরশান্তি লাভ করুক এই প্রার্থনা করি। ওঁ শান্তি।”
প্রসঙ্গত, বছর পাঁচ আগে প্রচেতরঞ্জন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আর তা নিয়েই বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। যদিও বাহ্যত সেই গুঞ্জন দীর্ঘস্থায়ী হয়নি।

