আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: জেল থেকে ছাড়া পাওয়ার পরেই কার্যত দৌড়ে পালালেন নেতাই কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুজ পাণ্ডে। তপন দে এবং ডালিম পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর দলের পক্ষ থেকে বীরের সম্মান দেওয়া হয়। কিন্তু অনুজের ক্ষেত্রে তেমন কোনও ব্যবস্থা ছিল না। শুধু কয়েকজন জেলের বাইরে অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের কেউ স্লোগানও দেননি।
প্রায় ন’বছর পর নেতাই কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে, এবং তপন দে একসঙ্গেই জামিন পান কলকাতা হাইকোর্ট থেকে। গত সপ্তাহে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান ডালিম এবং তপন। অনুজ পাণ্ডের জামিন মিললেও জেলমুক্তির নির্দেশপত্র জেল সুপারের অফিসে জমা না পড়ায় তিনি ছাড়া পাননি। সোমবার সন্ধ্যায় ছাড়া পান। আগের দু’জন জেল থেকে ছাড়া পেতেই পুষ্পস্তবক দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছিলেন সিপিএম নেতাকর্মীরা। তারপর গলায় মালা পরিয়ে রীতিমতো বীরের সম্মান দেওয়া হয়। মিছিল করে তাঁদের শহরে নিয়ে আসা হয়।
তবে, সিপিএমের তৎকালীন বিনপুর জোনাল সম্পাদক অনুজ পাণ্ডের ক্ষেত্রে সেরকম কিছুই দেখা গেল না। উল্টে জেল থেকে বেড়িয়ে কার্যত পালিয়ে যেতে দেখা গেল তাঁকে। সাংবাদিকরা তার কাছে যেতেই তিনি দৌড়ে গাড়িতে উঠে পড়েন। রাজনৈতিক মহলের বক্তব্য, বীরের সম্মান দেওয়া নিয়ে আগেরবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল সিপিএমকে। সেইজন্য এবার তারা সতর্ক ছিল। এনিয়ে সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষকে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি। বিষয়টি ঝাড়গ্রামের বলে দায় এড়িয়েছেন তিনি।