আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ ফেব্রুয়ারি: এবার ঘুর পথে নানুর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পরিচয় করালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তাঁর মায়ের দলিল দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। শুক্রবার নানুর বিধানসভার কীর্ণাহারে দলীয় সভায় উপস্থিত ছিলেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, “বিধান খুব ভালো ছেলে। যখন ডাকবেন তখন পাবেন। পেটে দু’কলম আছে। বিধান আপনাদের সঙ্গে বেইমানি করবে না। আপনাদের পাশে থাকবে। গতবার আমরা ভুল করেছিলাম। তার প্রায়াশ্চিত্ত করে সংশোধন করছি”।
প্রসঙ্গত, বিধান চন্দ্র মাজি নানুরের বাসিন্দা। তিনি বাসাপাড়া হাইস্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপির ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের লোক বলে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে গদাধর হাজরাকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি সিপিএমের প্রার্থী শ্যামলী প্রধানের কাছে পরাজিত হন। মূলত গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই গত নির্বাচনে পরাজিত হয়েছিল তৃণমূল। পরে গদাধর হাজরা বিজেপিতে যোগদান করেন। ফলে এবার দলের বিশ্বস্ত প্রার্থী করতেই বিধানচন্দ্রর নাম ঘুরপথে ঘোষণা করলেন অনুব্রত।
এরপরেই অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “তুমি বলছ সিএএ করব। জমিদারের বাচ্চা। তুমি সিএএ করবে আমরা ঘরে বুড়ো আঙুল চুষব। আমাদের বাংলাদেশ, পাকিস্তান পাঠিয়ে দেবে! তোমার মায়ের দলিল আছে। নরেন্দ্র মোদী তুমি দলিল দেখাতে পারবে? তুমি এনআরসি করতে পারবে না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ালে তবেই তুমি
এনআরসি করতে পারবে।