আশিস মণ্ডল, রামপুরহাট, ২৮ আগস্ট: বিশ্বভারতী কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে পে-লোডার দিয়ে বিশ্বভারতীর গেট ভাঙ্গার প্রতিবাদ করেন তিনি। দিন কয়েক আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার মাঠ ঘিরে ফেলার উদ্যোগ নেয়। তার প্রতিবাদে সরব হন প্রবীণ আশ্রমিক থেকে ছাত্রছাত্রীরা। ১৭ আগস্ট সকালে সহাস্রাধিক মানুষ মিছিল করে মেলা মাঠের কাছে গিয়ে প্রাচীর তৈরির সামগ্রী ভাঙ্গচুর করে। ভেঙ্গে ফেলা হয় প্রাচীন গেট। লুঠপাট করা হয় সিমেন্ট, ঢালাইয়ের সরঞ্জাম। এনিয়ে সরব হন অনেকে। বিশ্বভারতীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয় আটজনকে। দুদিন পরেই জামিন পেয়ে যায় তারা।

এই ঘটনার পর শুক্রবার বেলার দিকে বিশ্বভারতীতে আসেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্র পাল। তিনি ভাঙ্গচুরের ঘটনার নিন্দা করেন। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি করেন। সেই দাবিকে এদিন সমর্থন জানান অনুব্রত মণ্ডল। বিকেলে তিনি রামপুরহাট দলীয় কার্যালয়ে বিদায়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন। এরপরেই সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল বলেন, “বিশ্বভারতীর প্রাচীর ভাঙ্গার যেমন নিন্দা করছি, তেমনই প্রাচীর গড়ার বিরোধিতা করছি। আর যদি কেন্দ্র সিবিআই তদন্ত করে তাকেও সমর্থন করব”।

