আমাদের ভারত, কলকাতা, ২৯ ডিসেম্বর: ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির বুকে প্যারামেডিকেল ছাত্রী দামিনীর ওপর নৃশংস অত্যাচার হয়েছিল। তার ফলে ২৯ ডিসেম্বর তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার স্মরণে শুক্রবার শিয়ালদহ কোলে মার্কেটের কাছে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন অনিতা রায় (জাতীয় হ্যান্ডবল ও ভলিবল কোচ), অনিল বিশ্বাস (প্রাক্তন অধ্যাপক), অধ্যাপক তরুণকান্তি নস্কর, ড: দুর্গাপ্রসাদ চক্রবর্তী, ড: অশোক সামন্ত এবং ড: নুপুর ব্যানার্জি। তাঁরা দিকে দিকে সমাজে নারী নিগ্রহের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় নারী নির্যাতন বিরোধী গান, আবৃত্তি পরিবেশিত হয়। বহু পথচারী এবং এলাকাবাসী এই সভায় উপস্থিত ছিলেন।

