আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কেশপুরে এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। কেশপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে সমগ্র কেশপুর বাজার পরিক্রমা করে কেশপুর বাসস্ট্যান্ডে গিয়েই শেষ হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয় দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় পান, তৃণমূল নেতা মোহম্মদ রফিক, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, ব্লক সভাপতি সঞ্জয় পান, পঞ্চায়েত সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত সহ ব্লকের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা। মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেয়।