পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয়ে ও প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে, বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের আলুবীজ বিতরণ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
যাদবপুরেও এরা আছে বলে মন্তব্য করে তিনি বলেন, এদের সঙ্গে সরকারের মদত আছে।

রাজ্যসভায় সাংসদ ডেরেক ও ব্রায়েনের বহিষ্কারের ঘটনাকে তিনি কটাক্ষ করে বলেন, এক যাত্রায় পৃথক ফল হবে কি করে? তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতাকে তার চেয়ারে বসা অবস্থায় বহিষ্কার কর হয়। আর এক্ষেত্রে তিনি তো ওয়েলে নেমেছেন।

