Devdutta Maji, Sukhi Chahal, খালিস্থান বিরোধী সুখী চাহালের রহস্যজনক মৃ*ত্যু আমেরিকায়, শোক জ্ঞাপন বিজেপি নেতা দেবদত্ত মাজির

আমাদের ভারত, ৩ আগস্ট: খালিস্থানি বিচ্ছিন্নতাবাদের তীব্র বিরোধী তথা সমালোচক হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সফল ব্যবসায়ী তথা সমাজ কর্মী সুখি চাহালের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা চাহালের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।

দেবদত্তবাবু সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে সুখী চাহালের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমার বন্ধু তথা বড় ভাই সর্দার সুখী চাহাল’জি আর নেই। গত রাতে আমি এই খবরটি পেয়েছি। তিনি ছিলেন, আমাদের কণ্ঠস্বর। তিনি সত্যের পক্ষে কথা বলেছেন। খালিস্তানিদের আসল উদ্দেশ্য উন্মোচন করেছেন। তাঁর নির্ভুল বিশ্লেষণের কারণে খালিস্তানি বিরোধিতা সংগঠিত হয়েছে। আমরা আপনাকে মিস করব পাজি।”

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সুখী চাহালের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বৃহস্পতিবার সুখীকে এক পরিচিত ব্যক্তি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাতের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ চাহাল অসুস্থ হয়ে পড়েন। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অথচ তার আগে সুখী চাহাল একেবারে সুস্থ ছিলেন। সেই কারণেই এই আকস্মিক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে।

সুখী বিদেশে খালিস্থানি বিচ্ছিন্নতাবাদের কড়া সমালোচক হিসেবে বিশেষ ভাবে পরিচিত ছিলেন। একাধিক বার তিনি খালিস্থানি বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি বিন্দু মাত্র দমে যাননি। দেশের প্রতি তাঁর অনুরাগ প্রবাসী ভারতীয়দের মধ্যে বিশেষ প্রভাব ফেলেছে।

দ্যা খালসা টুডের প্রতিষ্ঠাতা ও সিইও খালিস্থান পন্থীদের কাছ থেকে ঘন ঘন প্রাণনাশের হুমকি পেয়েও সর্ব সমক্ষে তাদের বিরোধিতায় অনড় ছিলেন, এবং নির্ভীকভাবে নিজের ওকালতির কাজও চালিয়ে গিয়েছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর ঘটনার সত্যতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তাঁর রহস্যজনক মৃত্যু প্রবাসী ভারতীয় এবং খালিস্তানি বিরোধীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *