আমাদের ভারত, ৪ আগস্ট: তীর্থযাত্রী এক কিশোরের ২৯ সেকেন্ডের একটি অভিযোগ যুক্ত করে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু সোমবার এক্সবার্তায় লিখেছেন, “বৈদ্যবাটী নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে যাত্রারত শিবভক্ত পুণ্যার্থীদের থেকে জনপ্রতি ১০টাকা করে “ফি” আদায় করছে পশ্চিমবঙ্গ সরকার!
হিন্দুদের ধর্মীয় আচারে এমন জোরপূর্বক অর্থ আদায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ধর্মবিরোধী ও মৌলবাদ পোষক মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।
এটা কি নিছক অর্থ আদায়ের অজুহাত, নাকি বাঙালি হিন্দুদের উদ্দেশ্যে একটি নিঃশব্দ বার্তা যে, এখন থেকে পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মাচরণও কর আদায়সাপেক্ষ?”