আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে তিনি সেখানে উপস্থিত থাকবেন না। এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মু্খ্যমন্ত্রী আসলে হিন্দু বিরোধী। তিনি ভ্যাটিক্যানে বা রেড রোডে নমাজ পড়তে গেলেও অযোধ্যায় যাবেন না।
বিরোধীরা বার বার বলছেন অযোধ্যার রাম মন্দির বিজেপি সরকার তৈরি করেছে। এর পাল্টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “মন্দির তৈরি করা সরকারের কাজ নয়। সরকারের টাকায় মন্দির তৈরি হয়নি। বাংলা তথা গোটা দেশের জনগণের টাকায় তৈরি হয়েছে।” এরপরই মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিত থাকার সিদ্ধান্তে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তিনি সেখানে যাবেন না। আসলে মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী। এটা যদি অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হতো মুখ্যমন্ত্রী চলে যেতেন। মুখ্যমন্ত্রী ভ্যাটিকানে যেতে পারেন, কিন্তু অযোধ্যাতে যাবেন না। মুখ্যমন্ত্রী রেড রোডে ইদের নমাজে যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী অযোধ্যায় কিছুতেই যাবেন না।”
প্রসঙ্গত, বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাম মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে, তাই রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না মুখ্যমন্ত্রী। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের কথায়, “আমরা রামকে পুজো করি। বাড়িতে করি, হৃদয়ে করি, মন্দিরে করি। কিন্তু বিজেপি রামকে নির্বাচনে এজেন্ডা হিসেবে ব্যবহার করে। ফলে ওদের কোনো ইভেন্ট আমরা সমর্থন করি না। তাদের মতে রাম মন্দির উদ্বোধন বিজেপির রাজনৈতিক প্রচার।

