মধ্যপ্রদেশেও লাভ জিহাদ বিরোধী বিল পাশ, ১০ বছরের জেল, ১ লাখ জরিমানা

আমাদের ভারত, ২৬ ডিসেম্বর:উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও লাভ জিহাদ বিল পাস হলো। জোর করে ধর্ম পরিবর্তন করলে এবার জেল ও জরিমানা হবে মধ্যপ্রদেশেও। শনিবার ধনি ভোটেই মধ্যপ্রদেশে এই বিল পাশ করিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। এবিল এবার আইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

এই বিলের নাম ধর্ম স্বাতন্ত্র বিল ২০২০। চলতি মাসেই বিধানসভার অধিবেশন এই বিল আইনে পরিণত করতে চাইছে মধ্যপ্রদেশ সরকার। এই আইন পাস হওয়ার পর জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগ উঠলে সর্বোচ্চ ১০ বছর জেল ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন “অনেক জায়গাতেই জোর করে বিয়ে করার ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় জোর করে নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার হাত থেকে উদ্ধার করেছি আমরা।”

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নরোত্তম মিশ্র জানান, নতুন বিলে কেউ যদি জোর করে ধর্ম পরিবর্তন করতে চায় তাহলে তার এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাজা হবে ও ২৫ হাজার টাকা জরিমানা হবে। এছাড়াও মেয়েটি যদি তপশিলি জাতি উপজাতি ভুক্ত হয় সেক্ষেত্রে শাস্তির মেয়াদ ২ থেকে ১০ বছর পর্যন্ত হবে এবং জরিমানা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

তবে কেউ যদি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে চান তাহলে তাকে দুমাস আগে আবেদন করতে হবে। না হলে সেই বিয়ে অবৈধ বলে পরিগণিত হবে।

কিছু দিন আগেই একই আইন পাস করেছে যোগী সরকার। ইতিমধ্যেই এই আইনের আওতায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে উত্তরপ্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *