আশিস মণ্ডল, রামপুরহাট, ৩১ অক্টোবর: পুলিশ হেফাজতে মৃত কিশোরের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল বাতিল করতে হবে। এই দাবিতে বীরভূম জেলাজুড়ে প্রচার অভিযান শুরু করল কংগ্রেস।
শনিবার সকালে নলহাটি রাম মন্দির থেকে ট্রাক্টর চালিয়ে অভিযানের শুরু করেন দলের জেলা সভাপতি, হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ। নলহাটিতে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে অভিযান শুরু করা হয়। ট্রাক্টর চালিয়ে মিল্টন রশিদ মল্লারপুর, মহম্মদবাজার, সিউড়ি, সাঁইথিয়া, তারাপীঠ হয়ে সন্ধ্যায় রামপুরহাটে শেষ করে।
মিছিলে পাঁচ শতাধিক মোটরবাইক ছিল বলে মিল্টন রশিদের দাবি। তিনি বলেন, “লকডাউনে পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়েছেন। তাই আমরা দাবি রেখেছি তাদের কাজ দিতে হবে। সেই সঙ্গে আর্থিক সাহায্য করতে হবে। একই সঙ্গে কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবি জানিয়েছি। মল্লারপুরে পুলিশ লক-আপে মৃত নাবালকের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে”।