রাজেন রায়, কলকাতা, ২৪ আগস্ট: সুস্থতা বাড়লেও পরিস্থিতি বুঝতে সোমবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে জেলাশাসকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, অন্যান্য জেলায় সংক্রমণ কমলেও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ এবং মৃত্যু হার দুটোই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। তাই করোনা পরিস্থিতিতে আপাতত রাজ্য প্রশাসনের গলার কাঁটা উত্তর ২৪ পরগনা।
প্রসঙ্গত, রাজ্য জুড়ে শেষ কয়েকদিনে গড়ে দিন প্রতি তিন হাজার করে মানুষ সংক্রমিত হয়েছেন। যার মধ্যেই কলকাতার পিছনে পিছনে একটা বড় জায়গা করে নিয়েছে উত্তর ২৪ পরগনা। সেই পরিসংখ্যানের নিরিখেই এদিন উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
রাজ্য প্রশাসনের হিসেবের নিরিখে উত্তর ২৪ পরগণা জেলা বরাবর ডেঙ্গুর আঁতুরঘর। আর এবার করোনা মহামারী কম বেশি সব জেলাতে নিয়ন্ত্রণে এলেও এই জেলাতেই তা নিয়ন্ত্রণের বাইরে। তাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, কোথায় সমস্যা হচ্ছে, অবিলম্বে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি যত দ্রুত সম্ভব আয়ত্তে আনতে হবে।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বর্তমান পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই ভাল।

