“জবাব দাও মোদীজি” স্লোগান তুলে যুব কংগ্রেসের সই সংগ্রহ অভিযান খড়গপুর ও বাগদায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মে: আজ খড়্গপুর বাসস্ট্যান্ড এবং বাগদায় পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে, জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৈকত কুমার বেরা ও খড়্গপুর শহর যুব কংগ্রেসের সহ সভাপতি মহম্মদ সোয়েব ও খড়্গপুর লোকাল যুব কংগ্রেস সভাপতি সঞ্জয় বস্কের নেতৃত্বে “জবাব দাও মোদীজি” এই স্লোগানের ওপর ভিত্তি করে পথসভা ও সই সংগ্রহ অভিযান অনু্ষ্ঠিত হয়।

কুড়ি হাজার কোটি টাকা অবৈধ ভাবে কি করে দেশের একটি শিল্পপতির বিনিয়োগে লগ্নীকরণ হলো এবং তার সাথে ব্যাঙ্ক, বীমা, রেল বেসরকারীকরণ, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি, পুঁজিপতিদের কোটি কোটি টাকা ঋণ মকুব, বন্ধা কর্ম সংস্থান, সর্বপরি ধর্মের নামে ভারতকে খন্ডিত করার প্রচেষ্টা সহ স্থানীয় সমস্যা ও পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট রাজ, গণতন্ত্র ধ্বংসের সুচারু পরিকল্পনার বিরুদ্ধে এই পথসভা ও সই সংগ্রহ অভযান অনুষ্ঠিত হয়।

জেলা যুব কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে এই পথসভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত ও বুদ্ধদেব ভট্টাচার্য সহ জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ শাজিদ, জেলা কংগ্রেসের সম্পাদক রণদীপ চক্রবর্তি, সৌমেন ঘোষ, মেদিনীপুর শহর কংগ্রেসের সভাপতি অশোক দে, সম্পাদক তপন কুইলা ও নির্মাল্য ব্যানার্জি সহ পুনীত তাঁতি, ত্রিপতি ব্যানার্জি, সিএইচ মালবিকা, সিএইচ ভাগ্যশ্রী, শেখ আমজাদ সহ জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সই সংগ্রহ অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক সই সংগৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *