আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে আরও একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল। শুক্রবার সন্ধ্যায় এনআইএ এর বিশেষ দল অভিযান চালিয়ে জলঙ্গি থানার নওদাপাড়া গ্রামের সামিম আনসারী নামে একজনকে গ্রেফতার করে। গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট ছয় জনকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার পর সুরঙ্গ সহ একাধিক জিনিস উদ্ধার করে এনআইএ। শুক্রবার ফের অভিযান চালিয়ে সামিম আনসারী নামে একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল এনআইএ।