স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,১১ জানুয়ারি: মাল বোঝাই দাঁড়িয়ে থাকা ছোট গাড়ির পেছনে সজোরে ধাক্কা পণ্যবাহী একটি লরির। গুরুতর আহত ছোট গাড়ির চালক-সহ খালাসি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই।
সূত্রের খবর, আজ সকালে শান্তিপুর ফুলিয়া পাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি মাল বোঝাই ছোট গাড়ি দাঁড়িয়েছিল, ঠিক তখনই পেছন দিক দিয়ে একটি লরি এসে সজরে ধাক্কা মারে। যদিও লরিটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ছোট গাড়ির চালক সহ খালাসি।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর দুজনকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। জানা যায় দুজনেই আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে লরি সহ চালককে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কারোর কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।