আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল: এগরার বিয়ে বাড়িতে সংক্রামিত করোনার কোপে আর এক প্রৌঢ়। এবারে আক্রান্ত ৫৬ বছরের এই প্রৌঢ় এগরা শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বাস্থ্য ভবন থেকে মঙ্গলবার রাতে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে তিনি কোভিড -১৯ এ আক্রান্ত। বুধবার সকালে এগরা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেলেঘাটা আইডিতে। এই নিয়ে এগরার বিয়ে বাড়ি থেকে করোনা সংক্রমিত হলেন ৪ জন।
শুরুতে আক্রান্ত হয়েছিলেন কলকাতার নয়াবাদের এক বৃদ্ধ। তিনি এগরার চিকিৎসক শুভাশিস মাইতির ভায়রাভাই। এরপরই করোনা সংক্রমণ ধরা পড়েছিল শুভাশিসবাবুর ৫৬ বছরের স্ত্রী ও কলকাতার নরেন্দ্রপুরের বাসিন্দা তাঁর ৭৬ বছরের বৃদ্ধা পিসিমার শরীরে। সোমবার নতুন করে সন্দেজনক উপসর্গ নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসলেশনে ভর্তি ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫ জন। তাঁদের মধ্যে চারজনের লালারসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। রাতের বুলেটিনে স্বাস্থ্য ভবন জানায়, ৫৬ বছর বয়সী ওই প্রৌঢ় করোনায় সংক্রমিত বলে। বাকি ৩ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। এখন শুধু সময়ের অপেক্ষা এগরার এই বিয়ে বাড়ি থেকে আর কেউ সংক্রামিত হয়েছেন কি না তা দেখার।