আমাদের ভারত, ২ মার্চ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সপ্তম দিনে আরও দুঃসংবাদ এল ভারতে। যুদ্ধ পরিস্থিতিতে সেখানে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া। সূত্রের খবর, সে পাঞ্জাবের বাসিন্দা ছিলো।
যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ওই পড়ুয়া এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বলে জানা গেছে। ভিনিতসিয়ার হাসপাতলে অসুস্থ হয়ে ভর্তি ছিল ওই পড়ুয়া। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত ওই পড়ুয়ার নাম চন্দন জিন্দাল। বয়স ২২ বছর।
তার মৃত্যুর খবরে স্বভাবতই শোকাহত তাঁর পরিবার। চন্দন জিন্দালের বাবা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত তার দেহ দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন। তবে এই মুহূর্তে ইউক্রেনের আকাশ পথ বন্ধ। ফলে খুব সহজ হবে না বলে মনে করা হচ্ছে।