জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: মদ খাওয়ার জন্য ছেলেকে টাকা না দেওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে খুন হতে হয়েছে আরেক বাবাকে। বুধবার পিংলা থানা এলাকায় অন্য একটি ঘটনায় ছেলেকে টাকা না দেওয়ায় ছেলে গলায় গামছার ফাঁস লাগিয়ে বাবাকে খুন করে। ওই ঘটনায় ছেলে ও মা’কে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ঘটনার পর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানা এলাকার সিতাপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম অমূল্য বেরা। বয়স ৬৫ বছর।
দেরিতে পাওয়া খবরে জানা গেছে, অমূল্য বাবুর ছেলে চন্দন তার কাছে টাকা চাওয়ার পর না পেয়ে তাকে ব্যাপক মারধর করে এবং মাটিতে আছাড় মেরে হাত পা ভেঙ্গে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহযোগিতায় বৃদ্ধকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরপর এই দুটি ঘটে যাওয়া ঘটনার পর জেলাজুড়ে চোলাই মদের রমরমাকেই বিভিন্ন মহল থেকে দায়ী করা হয়েছে।