আবারও বিস্ফোরণ ভূপতিনগরে, গুরুত্বর জখম মা ও শিশু, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: পাতা কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুত্বর জখম হল মা ও শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ভূপতিনগর থানার পুলিশ।

জানাগেছে, সোমবার সকালে বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গিয়েছিল ভূপতিনগরের ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তার ছয় বছরের শিশু পুত্র। পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটা হাতে তুলে নেয় শিশুটি। মা জিনিসটি ফেলে দিতে বলে। নরম হাতে মায়ের দিকে অজানা জিনিসটি ছুঁড়ে দেয় ছোট্ট শিশু। তখনই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন মা ও ছোট্ট শিশু। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে এসে পাড়া-প্রতিবেশীরা আহত মা ও শিশুকে উদ্ধার করে মুগবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মা ও ছেলেকে পাঠানো হয় তমলুক জেলা হাসপাতালে। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই বোমা কোথা থেকে এলো? কারাই বা বোমা মজুদ করেছিল? ওই এলাকায় আরও কি এমন বোম আছে? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

ভগবানপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না বলেন, “ঘটনার পিছনে রয়েছে বিজেপি। সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগে এলাকায় আতঙ্ক তৈরি করছে বিজেপি”।

তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন,
“এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা
রাজ্যজুড়ে ঘটছে এমন বিস্ফোরণের পর বিস্ফোরণ। ভগবানপুর বিধানসভার নাড়ুয়াবিলা বিস্ফোরণ কান্ডে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। ভগবানপুরের মানুষ বিধানসভা ভোটে বিজেপিকে ভোট দিয়েছে। তারই প্রতিশোধ নিতে এসব করছে তৃণমূল। আর পুলিশকে ব্যবহার করে বিজেপির নেতা কর্মীদের মিথ্যে মামলা দিচ্ছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *